নিট প্রশ্নফাঁস কাণ্ডে এবার গ্রেফতার করা হল মাস্টারমাইন্ড রাকেশ রঞ্জন ওরফে রকি-কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হলে তাঁকে ১০ দিনের CBI হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে রকিকে গ্রেফতার করতে দীর্ঘদিন ধরেই খোঁজখবর চালানো হচ্ছে। যদিও এতদিন পর্যন্ত তাঁর সন্ধান পাচ্ছিলেন না তদন্তকারী আধিকারিকরা। অবশেষে পটনা এবং কলকাতা মিলিয়ে মোট চারটি এলাকায় তল্লাশি চালিয়ে রকিকে গ্রেফতার করা হয়।
নিট প্রশ্ন ফাঁস নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য-রাজনীতি। অভিযোগ ওঠে, প্রশ্ন ফাঁস করে এবং নম্বর বাড়িয়ে চান্স পাইয়ে দেওয়া হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার বিনিময় ওই প্রশ্ন ফাঁস করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় বিহারের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। CBI সূত্রে খবর এবার মূলচক্রীকে গ্রেফতার করা হল।
এই ঘটনায় ইতিমধ্যে ঝাড়খন্ডের হাজারিবাগের একটি স্কুলের প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যালকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও মুম্বই সহ বিভিন্ন রাজ্যে হানা দিয়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।
বৃহস্পতিবার রকি ছাড়াও আরও আটজনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনায় পরীক্ষা নিয়ামক সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে।