শিশু পর্নগ্রাফির বাড়বাড়ন্তে এবার দেশের ৫৬টি এলাকায় তল্লাশি চালাল সিবিআই। ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শনিবার অভিযান করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তাঁদের এই মিশনের নাম, 'অপারেশন মেঘচক্র'।
সিঙ্গাপুর ইন্টারপোল ও গোয়েন্দা সংস্থা সূত্রে খবর পেয়ে গত বছর অপারেশন কার্বন শুরু করে সিবিআই। ক্লাউড স্টোরেজে শিশু পর্নগ্রাফি রাখে যে সব মিডলম্যান, তাদের ধরতেই ওই অপারেশন করে সিবিআই। এবার সেই সূত্র ধরেই সিবিআইয়ের নতুন মিশন, 'অপারেশেন মেঘচক্র'। গত কয়েকসপ্তাহ সাইবার নজরদারি চালায় সিবিআই। একাধিক মোবাইলে শিশু পর্নগ্রাফি ডাউনলোড, ক্লাউড স্টোর করা বা যারা অনলাইনে ছড়ায়, তাদের তথ্য সংগ্রহ করে সিবিআই। তারপরই চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'মেঘচক্র অভিযান'।
২০১৯ সালেই শিশু পর্নগ্রাফির বাড়বাড়ন্ত রুখতে বিশেষ সেল তৈরি করেছিল সিবিআই। শিশু নিগ্রহ ও যৌনশোষণ প্রতিরোধে করাই এই সেলের উদ্দেশ্য। ইন্টারনেটে নজরদারি চালিয়ে শিশু পর্নগ্রাফি ছড়ানোর ঘটনা চিহ্নিত করে এই বিশেষ সেল। তারপর অভিযুক্তদের গ্রেফতার করে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।