আবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের(P Chidambaram) বাড়িতে সিবিআই হানা(CBI Raid)। মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা গেছে, পুত্র কার্তি চিদম্বরমের(Kirti Chidambaram) বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান(CBI Raid)। মঙ্গলবার চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই। নতুন করে মুম্বই, চেন্নাই, ওড়িশা, পঞ্জাব এবং কর্ণাটকের মোট ন’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- West Begal Top on Cycle : সাইকেলে চড়ে শীর্ষে বাংলা, কেন্দ্রের রিপোর্টে অনেক পিছিয়ে গুজরাত
একটি সূত্রের মতে, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে শুরু হয়েছে তদন্ত(CBI investigation)। আবার অন্য সূত্রের মতে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পঞ্জাবে একটি প্রকল্পের কাজের জন্য কয়েকজন চিনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা দেওয়ার অনুমোদনের ব্যবস্থা করে দেন চিদম্বরম(P Chidambaram)। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি(INX Media Corruption Case) মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ২০১৯ সালে তাঁকে গ্রেফতার পর্যন্ত করে সিবিআই। পরে জামিনে ছাড়া পান তিনি।