দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা সিবিএসই-র (CBSE Exam Date 2023)। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। সিবিএসই-র অফিশিয়াল ওয়েবসাইটে নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে।
বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, দশম শ্রেণির পরীক্ষা (Class 10 Exam) শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। চলবে ২১ মার্চ পর্যন্ত। এছাড়া দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।
আরও পড়ুন: দালাই লামার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ, বুদ্ধগয়া থেকে আটক চিনা মহিলা
বোর্ড জানিয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্রত্যেক পরীক্ষার পর পর্যাপ্ত সময় পাবে। সে কথা মাথায় রেখেই নির্ঘন্ট বানানো হয়েছে। জয়েন্ট এন্ট্রান্ ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার কথাও মাথায় রাখা হয়েছে।