খুব শীঘ্রই CBSE ও CISCE-র টার্ম-১ ২০২১-এর ফল প্রকাশ (Result) হতে পারে । দশম ও দ্বাদশ- উভয় শ্রেণির ফল প্রকাশ করবে দুই বোর্ড । বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই (Official Website) দেখা যাবে পরীক্ষার ফলাফল । তবে, CBSE ও CISCE-র তরফে এখনও পর্যন্ত ফলপ্রকাশের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি ।
CBSE বোর্ডের পরীক্ষার ফলাফল দেখা যাবে cbseresults.nic.in বা cbse.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে । এছাড়া, UMANG অ্যাপ, SMS-এর মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা । আর CISCE বোর্ডের ফল প্রকাশিত হবে cisce.org ওয়েবসাইটে । পরীক্ষার্থীরা রোল নম্বর ও জন্মতারিখের সাহায্যে টার্ম ১-এর ফল দেখতে পারবেন ।
আরও পড়ুন, CBSE দশম-দ্বাদশের প্রথম টার্মের পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত, একাধিক নিয়মে বদল
গত বছর CBSE টার্ম-১-এর দশম শ্রেণির পরীক্ষা শুরু হয় ৩০ নভেম্বর । শেষ হয় ১১ ডিসেম্বর । আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলেছিল ১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত । অন্যদিকে, CISCE টার্ম-১ দশম শ্রেণির পরীক্ষা ১৫ নভেম্বর শুরু হয় । ৬ ডিসেম্বর পর্যন্ত চলে পরীক্ষা । দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে পরীক্ষার দিনক্ষণ ছিল ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর ।