পরীক্ষার ফরম্যাটে বদল আনছে সিবিএসই । একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেই আসছে পরিবর্তন । বোর্ডের তরফে জানানো হয়েছে, প্রশ্নের নয়া ফরম্যাটে পড়ুয়াদের বেশি লিখতে হবে না । অর্থাৎ দীর্ঘ উত্তরের পরিবর্তে কনসেপ্ট অ্যাপ্লিকেশন বা এমসিকিউ জাতীয় প্রশ্নের উপর জোর দেওয়া হয়েছে । ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নয়া ফরম্যাট চালু হচ্ছে ।
সিবিএসই সূত্রে খবর, কম্পিটেন্সি প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও কেস বেসড প্রশ্নের পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হবে । এর ফলে পড়ুয়াদের বেশি লিখতে হবে না । অন্যদিকে, কনস্ট্রাকটেড রেসপন্স প্রশ্নের পরিমাণ কমানো হবে অন্তত ৩০-৪দ শতাংশ ।
CBSE-র ডিরেক্টর জোসেফ এমান্যুয়েল জানিয়েছেন,২০২০-র জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রশ্নপত্রে বদল আনা হয়েছে । স্কুলগুলিতে যুগপযোগী শিক্ষা চালি করার লক্ষে শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে বোর্ড । পড়ুয়াদের মূল্যায়ণের উপরও জোর দেওয়া হচ্ছে । উল্লেখ্, একাদশ-দ্বাদশ পরীক্ষার ফরম্যাটে পরিবর্তন আনা হলেও নবম-দশম শ্রেণির ক্ষেত্রে একই নিয়ম চালু থাকছে ।