পড়ুয়াদের চাপ কমাতে বড় উদ্যোগ সিবিএসই-র। সূত্রের খবর, বছরে দুবার বোর্ডের পরীক্ষা নিতে পারে সিবিএসই। এমনই ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দুবার বোর্ডের পরীক্ষা চালু করা হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সিবিএসই-কে বছরে দুবার পরীক্ষা নেওয়ার মতো পরিকাঠামো গড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই নিয়ে স্কুলগুলির প্রিন্সিপালদের সঙ্গেও কথাবার্তা সেরে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েকদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ২০২০ সালের ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী পঠনপাঠন ও পরীক্ষা ব্যবস্থার নতুন নিয়মকানুন লাগু হবে। পিটিআইয়ের খবর অনুযায়ী, সিবিএসই-র কারিকুলামে একাধিক বদল আসবে। পাশাপাশি দুবার পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বোর্ড।