নির্দিষ্ট সময়ই CBSE-র ফল প্রকাশিত হবে। সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন সিবিএসসি বোর্ডের এক শীর্ষ কর্তা। জুলাই মাসের শেষেই CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা আছে। এ বছর ৩৪ লক্ষের বেশি পড়ুয়া CBSE দশম ও দ্বাদশ পরীক্ষা দিয়েছে। এই বছর CBSE পরীক্ষায় দুটি সেমিস্টারে পরীক্ষা হয়েছিল।
আগে জানা যায়, CBSE পরীক্ষার ক্লাস টেনের ফল বেরোতে সময় লাগবে। এর আগে ১০ জুলাই রেজাস্ট প্রকাশিত হওয়ার কথা শোনা গেলেও তা পিছিয়ে যায়। CBSE পরীক্ষার ফলপ্রকাশের পরই কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইতিমধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিধি ও নির্ঘণ্ট ঘোষণা করেছে রাজ্য। স্নাতকস্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া। ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন করা শুরু হবে।
আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাঙড়, পাওয়ার গ্রিড প্রকল্পে তালা আন্দোলনকারীদের
উল্লেখ্য সিবিএসই-র ফলাফল প্রকাশের পরেই কলেজে ভর্তির প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন পড়ুয়ারা। ইতিমধ্যেই কলেজে ভর্তির কলেজ-বিশ্ববিদ্যালয়ে (College University) ভর্তির বিধি (Admission) ও নির্ঘণ্ট ঘোষণা করেছে সরকার (West Bengal Governmnet)। স্নাতক স্তরে ১৮ জুলাই থেকে অনলাইনে ভর্তির আবেদন। স্নাতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ভর্তির প্রক্রিয়া। স্নাতকোত্তরে ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর।
কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি জারি নিয়ে উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, এবার ভর্তি চলাকালীন ক্যাম্পাসে সশরীরে হাজির হতে পারবেন না পড়ুয়ারা। আবেদনের জন্য কোনও ফি নেওয়া যাবে না। এবার কেন্দ্রীয় অনলাইন পোর্টালে ভর্তির পথ থেকেও সরে এসেছে রাজ্য।