নকল রোধে নয়া পরীক্ষা পদ্ধতি চালু করতে চলেছে CBSE। জানা গিয়েছে এবার থেকে বই খুলে পরীক্ষায় বসতে পারবে পড়ুয়ারা। আগামী নভেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করতে চলেছে।
কোন কোন বিষয়ে সুবিধা?
গতবছর থেকেই বই খুলে পরীক্ষা দেওয়ার ভাবনা চিন্তা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সূত্রের খবর, পরীক্ষামূলকভাবে ক্লাস ৯ থেকে ক্লাস ১২ পর্যন্ত ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক ও বায়োলজি পরীক্ষায় বই ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।
তবে সব স্কুলের পরীক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে এই সুবিধা পাবে না। শুধুমাত্র কয়েকটি স্কুলের ক্ষেত্রেই এই সুবিধা দেওয়া হবে। মূলত পরীক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা যাচাই করতেই এই পদ্ধতি চালু করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।