বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ছাড়া হালফিলে আমরা অচল। মোবাইল, ল্যাপটপ, হেডফোন, ট্যাবের মতো ডিভাইসগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। এবার দেশের সমস্ত স্মার্ট যন্ত্রে একই পোর্টের চার্জার আনার ঘোষণা করল কেন্দ্র। One Nation One Charger ব্যানারে সব মোবাইল ও ল্যাপটপের জন্য নির্দিষ্ট ধরনের চার্জার বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে ক্রমেই বাড়ছে ই-ওয়েস্ট বা ইলেকট্রনিক জিনিস নষ্টের পরিমাণ। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই বিভিন্ন ডিভাইসের একটি পোর্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এতে ই-ওয়েস্টের পরিমাণ ও কমবে পাশাপাশি ডিভাইসগুলি ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা হবে।
যদিও চার্জারের প্যাটার্ন কেমন হবে তা এখনও চূড়ান্ত হয়নি। একটি টাস্কফোর্স গঠন করে খুব শিগগিরই এই বিষয়ে সমস্ত কিছুর সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়ান কান্ট্রি ওয়ান চার্জারের উদ্যোগকে এগিয়ে নিতে কেন্দ্র প্রধান ভূমিকা পালন করেছে। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিংয়ের সভাপতিত্বে টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে।