প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির সম্প্রচারিত তথ্যচিত্রের কোনও টুইট বা কোনও অংশ প্রচার করা যাবে না। শনিবার টুইটার এবং ইউটিউবকে এই নির্দেশ দিল কেন্দ্র। ইতিমধ্যেই ওই দুই সংস্থাকে বিবিসির প্রচার করা করা তথ্যচিত্রের প্রথম অংশ বাদ দিতে বলা হয়েছে। সম্প্রতি এক তথ্যচিত্রে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানির তরফে তৈরি এক তথ্যচিত্রে অভিযোগ করা হয়েছিল, ২০০২ সালে গুজরাত হিংসায় ষড়যন্ত্র করেছিলেন তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বিবিসির এই তথ্যচিত্র ঘিরে সাম্প্রতিক সময় তোলপাড় হয় দিল্লির রাজনীতি। তার প্রেক্ষিতেই টুইটার এবং ইউটিউবকে এই নির্দেশ।
ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন তথ্যচিত্র নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এদিকে, টুইটার এবং ইউটিউবকে প্রায় ৫০টির মতো প্রতিক্রিয়া সরাতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এক চিঠিতে ইউটিউব এবং টুইটারকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ, খুবই দ্রুত এই তথ্যচিত্র সম্পর্কে যাবতীয় নথি সরিয়ে ফেলতে হবে।
উল্লেখ এই তথ্যচিত্র প্রকাশ্যে আসার পর তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন-সহ একাধিক বিরোধী নেতা এই ব্যাপারে টুইট করেছিলেন। কেন্দ্রের এই নির্দেশের পর ডেরেকের প্রতিক্রিয়া, আরও একবার প্রমাণ হল মোদী সরকার স্বাধীন মতামতের অধিকারকে সেন্সর করতে চায়।