সংসদে অনাস্থা বিতর্কে মণিপুর (No Confidence Motion) নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi on Parliament)। রাহুলের তোপ, "কেন্দ্র চাইলে মণিপুরের হিংসা থামাতে পারত। মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে বিজেপি। যদি প্রধানমন্ত্রী তাদের আওয়াজ না শোনেন, তা হলে কাদের আওয়াজ শোনেন।" রাহুলের বক্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে লোকসভা।
রাহুল গান্ধী সংসদে বলেন, "আমার এক মা এখানে বসে আছেন। যতক্ষণ মণিপুরের হিংসা না থামছে, ততক্ষণ আমার মাকে হত্যা করা হচ্ছে। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি আনতে পারে। কিন্তু সেনার ব্যবহার করা হচ্ছে না। ভারতমাতাকে হত্যা করা হচ্ছে। যদি নরেন্দ্র মোদী দেশের আওয়াজ না শোনেন, তা হলে কার আওয়াজ শোনেন।"
আরও পড়ুন: নরেন্দ্র মোদী 'অহঙ্কারী' রাবণ, লোকসভায় মণিপুর বিতর্কে অভিযোগ রাহুলের