সফর করার অন্তত ৭২ ঘণ্টা আগে RTPCR রিপোর্ট নেগেটিভ হতে হবে। যে কথা যাত্রীরা ‘সেলফ ডিক্ল্যারেশন’ ফর্মে লিখছেন, সেটির সত্যতাও যাচাই করা হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এমনই নির্দেশিকা জারি (New Covid rule) করল কেন্দ্র (Central government)।
নির্দেশিকাটিতে বলা হয়েছে, সকল বিদেশফেরত যাত্রীদের অনলাইন ‘এয়ার সুবিধা’ (Air Subidha) পোর্টালে ‘সেলফ ডিক্ল্যারেশন’ (Self declaration) ফর্মে স্পষ্টভাবে জানাতে হবে নিজেদের সম্বন্ধে। তার সঙ্গে দিতে হবে তার আগের ১৪ দিনের ভ্রমণের সম্পূর্ণ তথ্যও।
কোনও তথ্য মিথ্যা প্রমাণিত হলে ফৌজদারি আইনে মামলা করা হবে। যে সব যাত্রী ভারতে পৌঁছেই পরীক্ষা করানো প্রয়োজন মনে করবেন, তাঁরা আগে থেকেই এয়ার সুবিধা পোর্টালে তা বুক করতে পারবেন।