১৮ বছরের ঊর্ধ্বে দেশের সমস্ত প্রাপ্ত বয়স্ক নাগরিককে বিনামূল্যে কোভিড-১৯ টিকার (Covid-19 booster dose) বুস্টার ডোজ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আগামী ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিনের জন্য নিখরচায় বিনামূল্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। বুধবার, ১৩ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী এই ঘোষণা করেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘আজাদি কা অমৃত মহোৎসব’, অর্থাৎ, স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে শুধুমাত্র সরকারি টিকা কেন্দ্রগুলিতেই বিনামূল্যে বুস্টার ডোজ পাওয়ার সুবিধা মিলবে। উল্লেখ্য, বর্তমানে শুধুমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তিদের সরকারি টিকাদান কেন্দ্রগুলি থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।
Khuti Puja 2022 : খুঁটিপুজো দিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের, রেকর্ড ভিড়ের আশা নেতৃত্বের
অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। আজাদি কা অমৃত উৎসব উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন, ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে।