কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Govt Employee) জন্য বড় খবর। জানা গিয়েছে, জুলাই মাস থেকেই বেতন বাড়তে চলেছে। জানুয়ারি মাসের পর ফের একবার সপ্তম পে কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) বৃদ্ধি হতে চলেছে।
আগামী জুলাই বা অগাস্ট মাস থেকেই বর্ধিত বেতন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বছরে দুবার মহার্ঘ্যভাতা বাড়ায় কেন্দ্র। জানুয়ারি ও জুলাই মাসে বাড়ে এই ডিএ। বাজারের সাম্প্রতিক মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে ডিএ-র পরিমাণ নির্ধারিত হয়। বৃহস্পতিবার কেন্দ্র ঘোষণা করেছে, গত এপ্রিলে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার ৭.৭৯ শতাংশ। ২০১৪ সালের পর থেকে যা সর্বাধিক। সেই অনুপাতেই বাড়বে মহার্ঘ্যভাতা।
আরও পড়ুন: ফের 'বদল', ২০২৩ সালে পূর্ণ সিলেবাসেই উচ্চমাধ্যমিক
এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ-র অঙ্ক নির্ধারিত হবে। মার্চ মাসেই খুচরো মুদ্রাস্ফিতীর হার ৭ শতাংশ ছুঁয়েছিল। এবার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বাড়তে বলে সবুজ সঙ্কেত দিয়েছে সরকার। যার ফলে সরকারি কর্মচারীদের ডিএ ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশে দাঁড়াতে পারে।