আগামী বছর লোকসভা ভোট। তার আগেই সরকারি ও বেসরকারি সংস্থার কর্মচারীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয় সরকার। প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ানোয় সম্মতি দিল কেন্দ্র। ২০২২২-২৩ অর্থবর্ষে আগের তুলনায় .০৫ শতাংশ সুদ বেশি পাবেন কর্মচারীরা।
ইতিমধ্যে চলতি বছরের মার্চ মাসে EPFO-র তরফে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এবার সেই ঘোষণায় সম্মতি দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফলে প্রায় ৬ কোটি সরকারি ও বেসরকারি চাকরিজীবী গত বছরের তুলনায় বেশি হারে সুদ পাবেন।
আগে PF এ সুদের হার ছিল 8.5 শতাংশ। কিন্তু তা কমিয়ে ৮.১ শতাংশে নিয়ে আসা হয়েছিল। তবে ফের .০৫ শতাংশ বৃদ্ধি করা হয়।
ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই পি এফ সংস্থা। গত আর্থিক বছরে আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদ জমা হবে বলে সমস্ত শাখা অফিসে জানিয়েছে তারা।
যদিও এবিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই জানিয়েছেন, যে পরিমাণ সুদ পাওয়ার কথা ছিল তা পাওয়া যাচ্ছে না। আবার অনেকে সুদের হার বৃদ্ধিতে খুশি।