পুজোর আগে সুখবর। DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Dearness Allowance)। উৎসবের মরশুমের আগে বুধবার DA বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেখানেই মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার।
এর আগে মার্চে ৩ শতাংশ DA বাড়িয়েছিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশজুড়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। বারবার DA বাড়ানোর দাবি করেছিল কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এবার সেই অনুযায়ী পদক্ষেপ করল কেন্দ্র। দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৭ শতাংশ DA বাড়ল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ৩৮ শতাংশ DA পাবেন। সুবিধা পাবেন পেনশনভোগীরা।
DA বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ কল্যাণ অন্ন যোজনা আরও ৩ মাসের জন্য সম্প্রসারিত করেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলি বিনামূল্য চাল-ডাল পাবেন। কোভিডের সময় থেকে এই প্রকল্প শুরু করেছিল কেন্দ্র। গত মার্চে তা ৬ মাসের জন্য বাড়ানো হয়েছিল। ফের এবার ফের তা ৩ মাসের জন্য বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: পুজোর মুখেই 'সোনার হাসি' ক্রেতাদের, দেবীপক্ষে আরও সস্তা সোনা-রূপো
এই ডিএ বৃদ্ধির ফলে মোট ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও ৬২ লক্ষ পেনশনভোগীরা উপকৃত হবেন। ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর হিসেবে ধরা হবে।