এবার থেকে রেশনে কেন্দ্র সরকার কত টাকা ভর্তুকি দিচ্ছে, তা জানানো হবে রেশন স্লিপে(Ration Slip)। ২০২৩ সাল থেকে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা ৮০ কোটির বেশি মানুষকে নিখরচায় রেশন দেবে কেন্দ্র সরকার(Govt. of India)। তা নিয়ে দীর্ঘদিন ধরেই শুরু হয়েছে প্রচার। গ্রাহককে নিখরচায় চাল বা গম দিতে গিয়ে কেন্দ্র সরকার(Central Govt. on Free Ration) ঠিক কত টাকা খরচ করছে, সবটা বিস্তারিতভাবে লেখা থাকবে রেশন স্লিপে। পাশাপাশি, কেন্দ্র সরকার বিনামূল্যে কতখানি রেশন দিচ্ছে, তাও বিস্তারিতভাবে লেখা থাকবে প্রতিটি রেশন দোকানের বাইরে।
খাদ্য সুরক্ষা আইনে প্রায় ৮১.৩৫ কোটি মানুষকে এতদিন ভর্তুকি দিয়ে চাল-গম বিলি(Rice-Wheat Distribution) করা হলেও তাতে সামান্য দাম লাগত। সেক্ষেত্রে চালের জন্য কেজি প্রতি ৩ টাকা, গমের জন্য ২ টাকা দিতে হত গ্রাহককে। বাকিটা দিত কেন্দ্র সরকার(Central Govt. on Free Ration)। কিন্তু পশ্চিমবঙ্গের(West Bengal on Ration) মতো কিছু রাজ্য বাকিটুকুও ভর্তুকি দিয়ে নিখরচায় রেশনের বন্দোবস্ত করে।
আরও পড়ুন- Abhishek Banerjee: এমপি কাপ ফাইনালে মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উদ্বুদ্ধ করলেন দুই দলকেই
তবে এবার কেন্দ্র নিখরচায় রেশনের সম্পূর্ণ খরচ দিয়ে পুরো কৃতিত্ব দাবি করছে। তাই রেশন ডিলারদের কাছে নির্দেশ এসেছে, রাজ্য সরকার বাড়তি রেশন দিলে তা আলাদা করে বায়োমেট্রিকে যাচাই করতে হবে। ফলে কেন্দ্র-রাজ্যের রেশনের ফারাকটা আরও স্পষ্ট হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।