ফের সরকারের তীর্যক নজরে সংবাদমাধ্যম। নিউজ হেডলাইনস, আজ তক লাইভ এবং সংস্কারি আপডেট-এর নামে চলতে থাকা তিনটি ইউটিউব চ্যানেলের ওপর কোপ পড়ল। সরকারি এজেন্সি PIB FACT CHECK-এর রিপোর্ট অনুযায়ী, এই তিনটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্ট, দেশের প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনের বিষয়ে বারবার ভুয়ো খবর ছড়ানো হয়েছে।
উল্লেখ্য, এই তিনটি ইউটিউব চ্যানেলের কয়েক লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন। সব মিলিয়ে ভিউজের পরিমাণ কয়েক কোটিরও বেশি। PIB FACT CHECK-এর দাবি অনুযায়ী, এই চ্যানেলগুলি সমস্ত সরকারি প্রকল্পের বিষয়ে ক্রমাগত ভুল খবর ছড়িয়েছে। নেতাদের মৃত্যুর ভুয়ো খবর দিয়েছে। এছাড়াও, আরও বিভিন্নধরনের ফেক নিউজ ছড়ানোর কাণ্ডারীও এরাই। যা 'প্রভাব' ফেলেছে এক শ্রেণির মানুষের ওপরে।
আপাতত, ইউটিউবে এই চ্যানেলগুলি আর দেখা যাচ্ছে না। ওয়াকিবহালমহলের মতে, কেন্দ্রের কোপ পড়ার পরে চ্যানেলগুলির সঙ্গে দূরত্ব রচনা করতে চাইছে ইউটিউব কর্তৃপক্ষও। সেই কারণেই চ্যানেলগুলিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলেও জল্পনা।