ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে দিল নরেন্দ্র মোদী সরকার। তাতে জুড়ল প্রধানমন্ত্রীর নাম। প্রকল্পের নতুন নাম রাখা হবে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ এমনটাই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার।
করোনাকালে খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা ৮১ কোটি মানুষকে নিখরচায় বাড়তি রেশন বিলি করার সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তার নাম ছিল ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা।’ চলতি বছরেও পুরোপুরি নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে তার পরিবর্তে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা-য় ইতি টেনে বাড়তি রেশন বিলি বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে গোটা খাদ্য সুরক্ষা প্রকল্পের নামই ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ রাখা হবে।
Prithvi Shaw:দারুণ সাফল্যের পরেও টিম ইন্ডিয়া থেকে বাদ, নীরবতা ভাঙলেন পৃথ্বী শ
কংগ্রেসের অবশ্য অভিযোগ, ইউপিএ সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের তীব্র বিরোধীতা করেছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীই তার বিরোধিতা করেছিলেন। এখন তিনিই ২০২৪-এর ভোটের আগে সেই প্রকল্পে নিজের নাম জুড়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন।