রশ্মিকা মন্দনার ডিপফেক ভিডিও ইতিমধ্যে ভাইরাল একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই ঘটনার জেরে বেড়েছে আতঙ্ক। এই নিয়ে এবার কড়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কেউ যদি কোনও অপরাধমূলক কাজ করে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এনিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে জানানো হয়েছে তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ৬৬ ডি ধারা অনুযায়ী, কম্পিউটার রিসোর্সকে কাজে লাগিয়ে কেউ অপরাধমূলক বা প্রতারণামূলক কাজ করে তাহলে অভিযুক্তের ৩ বছর জেল এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
সম্প্রতি কালো পোশাকের একটি ফেক ভিডিওর শিকার হয়েছেন রশ্মিকা মন্দানা। ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ওই ফেক ছবি তৈরি করা হয়। যে কারোর ক্ষেত্রে ডিপ ফেক প্রযুক্তি ব্যবহার করে ওই ফেক ভিডিও তৈরি করা হয়।