নিট এবং নেট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। আর তার জেরে বেশ চাপে কেন্দ্রীয় সরকার। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্র। নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। পাবলিক এগজামিনেশন- ২০২৪ নামে নতুন এই আইন চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংসদে পাশ হয়েছিল। নিট ও নেট বিতর্ক শুরু হতেই ওই আইন কার্যকর করার কথা ঘোষণা করা হল।
নয়া ওই আইন অনুযায়ী, যে কোনও পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। অভিযোগ প্রমাণ হলে তিন বছর থেকে ৫ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানাও দিতে হবে।
এছাড়াও পরীক্ষা নিয়ামক সংস্থার কেউ প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকলে তাঁর সর্বনিম্ন ৩ বছর জেল হবে। এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে অপরাধীকে। ভারতীয় দণ্ডবিধির ধারাগুলিই এই আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।