ফের ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত হল চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডার পিকাউরা এলাকায়। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। তবে কয়েকজনের মৃত্যু হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, ১৫৯০৪ নম্বরের ওই ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ গোন্ডা এবং ঝিলাহি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি AC কোচ।
দুর্ঘটনার ফলে ১০ থেকে ১২টি কোচ পাশের জমিতে উল্টে পড়ে। যাত্রীরাও ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের মধ্যে অনেকেই ট্রেন থেকে লাফ দেন।