বাড়ি ভেঙে দিল পুলিশ। আর তার ফলেই জনতা ও পুলিশের মধ্যে রীতিমত খণ্ডযুদ্ধ বেধে গেল উত্তরাখণ্ডের হলদোয়ানিতে। পুলিশের দাবি, ওই বাড়িটি বেআইনিভাবে ছিল সংশ্লিষ্ট স্থানে। বাড়িটি ভেঙে ফেলার পরেই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা পুলিশকে লক্ষ করে পাথর ছুড়তে আরম্ভ করেন এবং তারপর পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
ইন্ডিয়া টুডে'র রিপোর্ট থেকে জানা গিয়েছে, উত্তেজিত জনতা একটি ট্রান্সফর্মারে আগুন লাগিয়ে দেওয়ায় এলাকায় বিদ্যুৎ-বিভ্রাটের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় জারি করা হয়েছে কার্ফুও।