রাজস্থানের (Rajasthan Plane Crash) ভরতপুরে ভেঙে পড়ল চার্টার্ড বিমান। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ভরতপুর জেলার জেলাশাসক অলোক রঞ্জন ঘটনাস্থলে গিয়েছেন। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন।
রাজস্থানের উচায়েন পুলিশ স্টেশনের অন্তর্গত পিঙ্গোরা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বিমানে কতজন ছিলেন, তা এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটিতে আগুন লেগে যায়। এরপরই ভেঙে পড়ে বিমানটি।
আরও পড়ুন: বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত ৪
প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, বিমানচালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিমানে কতজন ছিলেন তাও স্পষ্ট নয়। জানা গিয়েছে, উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না। রাস্তা খারাপ থাকায় উদ্ধারকার্য চালানো সম্ভব হচ্ছে না।