ফের ছত্তিশগড়ে মাওবাদী হামলা। দান্তেওয়াড়ায় মাওবাদী বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ১১ জন পুলিশকর্মীর। দান্তেওয়াড়াপ অরনপুর এলাকায় আইইডি ছিল। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের পুলিশকর্মীরা ওই এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, এর শেষ দেখে ছাড়বেন।
সূত্রের খবর, পুলিশকর্মীরা মাও দমন অভিযান সেরে ফিরছিলেন। সেই সময়ই আইইডি বিস্ফোরণটি ঘটে। সম্প্রতি মাওবাদীদের একটি চিঠি ছড়িয়ে পড়ে। তারপরই দান্তেওয়াড়ায় মাওবাদী কার্যকলাপে সক্রিয় হয় পুলিশ।