আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে চলবে নাগাবাসীর মহোৎসব হর্নবিল ফেস্টিভ্যাল (Hornbill Festival 2022)। গত দুবছর এই উৎসব বন্ধ ছিল করোনার কারণে। কিন্তু এবার পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই ধুমধাম করে পালিত হবে এই উৎসব। ভারতীয় ধণেশ পাখির নাম অনুসারেই এই উত্সবের নাম রাখা হয়েছে হর্নবিল উত্সব।
রাজধানী কোহিমার নাগা হেরিটেজ ভিলেজে আয়োজন করা হয়েছে হর্নবিল উৎসবের। এই উৎসব দেখতে প্রচুর পর্যটকেরা ভিড় জমান৷ এই উৎসবের জন্য পর্যটকদের বিশেষ সুবিধা দিচ্ছে IRCTC। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন নাগাল্যান্ড এবং মণিপুর ভ্রমণের ৭ দিনের ট্যুরের প্ল্যান করেছে।
নভেম্বরের শেষে IRCTC এর এই ট্রিপে আপনি উত্তর পূর্ব ভারত গেলে বিখ্যাত হর্নবিল উৎসব ও ঘুরে দেখতে পারবেন৷ ৬ রাত্রি ৭ দিনের উত্তর-পূর্ব ভারত ভ্রমণের প্যাকেজ বাজেট ফ্রেন্ডলিও বটে। নাগাল্যান্ডের এই উৎসবে আদিবাসীর সংস্কৃতি ও লোকসাহিত্যকে বিশ্বের সামনে তুলে ধরা হয়, বিভিন্ন রঙে সাজানো হয় সর্বত্র।