২০ বছরের কন্যাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল চলন্ত ট্রেনের সামনে। সেই ঘটনার কথা জানতে পেরে শোকে মৃত্যু হল ৪৭ বছর বয়সী এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চেন্নাইতে।
পুলিশ জানিয়েছে, তাঁর কন্যার মৃত্যুর খবর পাওয়ার পরেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন মানিকম নামের ওই ব্যক্তি। তাঁকে সাইদাপেটের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা 'মৃত' বলে ঘোষণা করেন। পুলিশ জানায়, সেন্ট থমাস মাউন্ট রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় মানিকমের ২০ বছরের কন্যা সত্যকে।
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে কলেজে যাচ্ছিলেন সত্য। সেই সময়ই ওই স্টেশনে সতীশ নামের এক যুবকের সঙ্গে বচসা হয় তাঁর। বচসা চলাকালীনই আচমকা অভিযুক্ত সতীশ ধাক্কা মেরে ফেলে দেয় সত্যকে।
তাম্বারাম থেকে আসা চলন্ত ট্রেনের সামনে পড়ে যান সত্য।