প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম। তার আগাম বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণের শহর চেন্নাই। রবিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তা এখনও অব্যাহত। শহরের প্রতিটি অলি-গলি জলে ভাসছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বলেও খবর পাওয়া গিয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্তালিন। রাজ্যের উপকূল অঞ্চলকে বিশেষ ভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলা বাড়লে আরও বাড়বে বৃষ্টির দাপট। এই কারণে উপকূলের বাসিন্দাদের সর্তক করা হয়েছে।
বৃষ্টির প্রভাব পড়েছে চেন্নাইয়ের রেল পরিষেবাতেও। দক্ষিণ রেল জানিয়েছে, সোমবার সকাল থেকে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে গতিপথ বদল হচ্ছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের।