গণধর্ষণে অভিযুক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন এক পুলিশকর্মী। ছত্তিসগড়ের রায়পুর-এর ওই অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর (এএসআই)-এর কর্তব্যনিষ্ঠার কথা রাতারাতি সারা দেশে আলোচ্য হয়ে উঠেছে।
থানায় গিয়ে ওই পুলিশকর্মী জানতে পারেন, ১০ জন মিলে ধর্ষণ করেছে দুই তরুণীকে। তাঁদের একজন নাবালিকা৷ এই ঘটনায় ধৃত দু'জন অভিযুক্ত তাঁর ছেলের নাম বলেছে। লজ্জায় মাথা নিচু হয়ে আসে তাঁর। কর্তব্যে বিন্দুমাত্র গাফিলতি না করে সঙ্গে সঙ্গে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের জানান, তাঁর ছেলে এক বন্ধুর সঙ্গে তাঁরই বাড়িতে ঘুমোচ্ছে৷ তাকে যেন গ্রেফতার করা হয়।
গত ৩১ আগস্ট ওই গণধর্ষণের ঘটনা ঘটে৷ উল্লেখ্য, নির্যাতিতাদের মধ্যে একজন নাবালিকা।
ওই পুলিশকর্মী তাঁকে অন্য থানায় বদলি করে দেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "পুলিশ সুপারিন্টেন্ডেন্ট আমার অবস্থা অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিচার করছেন।" তিনি আরও জানান, সন্তানের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। এক বছরেরও বেশি সময় তিনি তার সঙ্গে কথা বলেন না।