ফোনে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তার জেরেই এক তরুণীকে স্ক্রুড্রাইভার (Screwdriver) দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে খুনের অভিযোগ উঠল এক বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। এমনকি তরুণীর চিৎকার থামাতে তাঁর মুখে বালিশ চেপে ধরার অভিযোগও তোলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (chhattisgarh) কোরবা জেলার সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর একটি কলোনিতে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বছর তিনেক আগে বাসে যাতায়াতের সময় ওই তরুনীর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল কন্ডাক্টরের। ফোন নম্বর বিনিময়ও হয়। বছর খানেক আগে কর্মসূত্রে আহমেদাবাদে চলে যেতে হয়েছিল অভিযুক্তকে। তারপরেও দুজনের মধ্যে ফোনে যোগাযোগ ছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণী কথা বলা বন্ধ করে দেন। তা বরদাস্ত করতে না পেরে বাড়িতে আসে অভিযুক্ত কন্ডাক্টর।
আরও পড়ুন- হোটেলে রাত কাটাতে আপত্তি, বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খুন প্রেমিকের
সেই সময় বাড়িতে কেউ না থাকায় তরুণীকে স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে খুন করে। তরুণীর চিৎকার যাতে কারও কানে না পৌঁছায় তাঁর মুখে বালিশ চাপা দেওয়া হয়। খুনের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই কন্ডাক্টর। তরুণীর ভাই বাড়িতে ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর দিদি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওঁই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। কন্ডাক্টরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।