মা,বাবা তখন বেঘোরে ঘুমোচ্ছিলেন । ঠিক সেইসময় বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর । মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার (Noida) ৭৮ নম্বর সেক্টরে ।
জানা গিয়েছে, শুক্রবার তখন ভোর ৫টা ৪৫ মিনিট । বাড়ির সবাই তখন বেঘোরে ঘুমোচ্ছেন । সেইসময়, নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে শিশুটি । ব্যালকনির রেলিংও পেরিয়ে যায়, এরপরই টাল সামলাতে না পেরে আচমকা নিচে পড়ে যায় সে । তাঁর চিৎকারে ঘুম ভাঙে সকলের । ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির ।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শিশুর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।