মাইক্রোওভেনের ভিতর থেকে মিলল দু'মাসের শিশুর মৃতদেহ! দক্ষিণ দিল্লির (South Delhi) চিরাগ দিল্লি এলাকার ঘটনা। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) জানিয়েছেন, সোমবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ তাঁরা শিশুটির মৃত্যুর খবর পান।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুকন্যার বাবা এবং মা-কে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কন্যাসন্তানের জন্ম হওয়ায় পরিবারের সদস্যরা অখুশি ছিলেন। মৃত শিশুটির বাবা একটি স্টেশনারি দোকান চালান।
আরও পড়ুন: Ukrain : থিয়েটরের মঞ্চ আজ যৌথ হেঁশেল, ইউক্রেনের সেনার খাবার তৈরি হচ্ছে বন্ধ সিনেমা হলে
মৃত শিশুটির ঠাকুমা বলেন, "ভোর চারটের সময় আমরা শিশুটির খোঁজে তালা ভেঙে ঘরে ঢুকি। ওকে কোথায় দেখতে পাই না৷ আমাদের কান্নাকাটি শুনে পড়শিরা জড়ো হয়ে যান। কোথাও খুঁজে না পেয়ে ওভেনের ভিতর খুঁজতে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।"
এক প্রতিবেশী জানান, রাত আড়াইটে-তিনটে পর্যন্ত কোনও খবর মেলেনি। তারও ঘন্টাদুয়েক পরে পড়শিরাই ওভেনের ভিতর থেকে দেহটি খুঁজে পাই।