হরিয়ানার (Haryana) গুরুগ্রাম জেলারই পটৌদিতে বড়দিন পালনে বাধা দিল একটি হিন্দু গোষ্ঠী। একটি প্রাইমারি স্কুলে বড়দিনের অনুষ্ঠানে বাধা দিয়ে ধর্মান্তরের অভিযোগ তোলা হয় দক্ষিণপন্থী সংগঠনটির তরফে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কিছু মানুষ ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে একটি অনুষ্ঠানস্থলে (Gurugram) ঢুকছেন। সেখানে এক মহিলার থেকে মাইক ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেই মহিলা একটি ধর্মীয় গান গাইছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। পুলিশের দাবি, তাদের কাছে এই সংক্রান্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
Pm On Vaccine: নতুন বছরে ১৫ থেকে ১৮-এর জন্য টিকা, ষাটোর্ধ্বদের প্রিকশান ডোজের ঘোষণা মোদীর
‘দ্য হাউজ অফ হোপ’ নামক একটি সমাজ সংগঠন পটৌদিতে একটি প্রাইমারি স্কুলে ‘ক্রিসমাস মিলন’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। গান, নাচ, বাইবেলের বাণীর মাধ্যমে বড়দিন পালন হচ্ছিল। সেখানে বিক্ষোভ দেখান ধর্মজাগৃতি মিশনের সদস্যরা।