কঙ্গনা রানাউত-কে চড় মারার অভিযোগে এবার গ্রেফতার হলেন মহিলা সিএসএফ জওয়ান । বৃহস্পতিবার চন্ডীগড় বিমানবন্দরে ওই জওয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী ওরফে বিজেপি নেত্রী । তখনই কঙ্গনাকে সপাটে চড় মারার অভিযোগ ওঠে ওই জওয়ানের বিরুদ্ধে । বৃহস্পতিবারই এই ঘটনার জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছিল । এবার ওই অভিযুক্ত জওয়ান কুলবিন্দর কৌরকে গ্রেফতার করা হল ।
কঙ্গনাকে চড় মারার পর ওই মহিলা জওয়ান প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি ভারতের কৃষক আন্দোলনের পক্ষে। ওই সময় কঙ্গনার মন্তব্য তাঁকে দুঃখ দিয়েছিল। তার প্রতিবাদেই তিনি কঙ্গনাকে চড় মেরেছেন। পঞ্জাবের কাপুরথলার বাসিন্দা কুলিন্দর। কৃষক পরিবারের কন্যা। ভারতে বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সময় তাঁর মা ছিলেন আন্দোলনের সঙ্গে সক্রিয়। ওই সময় কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বিরুদ্ধে বিরুপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল । তারপর থেকে অভিনেত্রীর উপর ক্ষোভ ছিল ওই জওয়ানের । তাই এদিন কঙ্গনাকে দেখে রাগের বসে সপাটে চড় কষান বলে অভিযোগ ।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন কঙ্গনা । সেখানে তিনি বলেন, 'সিকিউরিটি চেকের সময় তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। বিজেপি নেত্রীর দাবি, প্রথমে তাঁকে গালিগালাজ করা হয়, তারপর চড় মারেন ওই মহিলা জওয়ান। তবে তিনি ভাল আছেন, সুস্থ আছেন । '