চণ্ডীগড়ে বিজেপির ভাবী সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় সাসপেন্ড করা হল CISF-এর মহিলা জওয়ান কুলিন্দর কাউরকে। তাঁর বিরুদ্ধে FIR-ও করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কঙ্গনাকে চড় মারার পর ওই মহিলা জওয়ান প্রকাশ্যেই জানান, তিনি ভারতের কৃষক আন্দোলনের পক্ষে। এবং ওই সময় কঙ্গনার মন্তব্য তাঁকে দুঃখ দিয়েছিল। তার প্রতিবাদেই এদিন তিনি কঙ্গনাকে চড় মেরেছেন।
জানা গিয়েছে, পঞ্জাবের কাপুরথলার কুলিন্দর। কৃষক পরিবারের কন্যা। ভারতে বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সময় তাঁর মা ছিলেন আন্দোলনের সঙ্গে সক্রিয়। ওই সময় কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার বিরুদ্ধে বিরুপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। আন্দোলনকারীদের খালিস্তানি বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী।
এই ঘটনার পর কুলিন্দরকে দীর্ঘ সময় জেরা করা হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনার পর প্রাথমিক ভাবে কোনও মন্তব্য করতে চাননি কঙ্গনা। পরে ভিডিও বার্তায় ভক্তদের তিনি জানান, ভাল আছেন।