এবার সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন CISF জওয়ানরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে এবিষয়ে জানানো হয়েছে। সংসদে ঢোকা ও বেরোনোর সব দ্বারে দায়িত্বে থাকবেন তাঁরা। এবং লোকসভা সচিবালয়ের দায়িত্বে থাকবে সংসদের ভিতরের নিরাপত্তা ।
এদিকে রংবোমা হামলার ঘটনায় ধৃত ৪ জনের ৫ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিল্লির একটি আদালত। অভিযুক্ত ওই চারজন হলেন মনোরঞ্জন ডি, সাগর শর্মা, আমোল ধনরাজ সিন্ডে এবং নীলম দেবী। তাঁরা প্রত্যেকেই ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।
১৩ ডিসেম্বর সংসদ ভবনে রংবোমা নিয়ে হামলা চালায় মোট চারজন। তাঁদের মধ্যে ভবনের ভিতরে দুজন এবং বাইরে ছিলেন ২জন। একই সময়ে তাঁরা রংবোমা ফাটালে সংসদ ভবনের অন্দর হলুদ রঙে ভরে গিয়েছিল। প্রথমে অভিযুক্ত চারজনকে আটক করা হয়। পরে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ওই ঘটনার মূলচক্রী ললিত ঝাকেও গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। ললিতের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ থাকায় কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল পুলিশ।