লোকসভা নির্বাচনের আগেই কি শুরু হবে নাগরিকত্ব সংশোধনী আইন! এই নিয়ে জল্পনা ছিলই। সূত্রের খবর, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বলবৎ হতে পারে CAA।
সূত্রের খবর, লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক CAA নোটিফিকেশন জারি করতে পারে। জানা গিয়েছে, এই নিয়ে পোর্টালও তৈরি করে ফেলেছে কেন্দ্র। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে।
২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে আইনে পরিণত হয়। এরপরই তা রাষ্ট্রপতির সম্মতিও পায়। কিন্তু ওই আইন এখনও পর্যন্ত কার্যকর হয়নি। CAA নিয়ে একাধিকবার দেশে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে। প্রতিবাদ, বিক্ষোভে প্রাণও হারিয়েছেন প্রায় শতাধিক মানুষ।
CAA-এর প্রভাব
২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর ধর্মীয় কারণে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান শরনার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। ওই আইনে একমাত্র বাদ রাখা হয়েছে মুসলিমদের।