২০২৩ সালে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। ভুয়ো সূচি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। পড়ুয়াদের সতর্ক থাকতে বলল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। রবিবার সিবিএসই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার সূচি এখনও ঘোষণা করা হয়নি।
সিবিএসই-এর এক শীর্ষকর্তা রবিবার সংবাদমাধ্যমে জানান, "সমাজমাধ্যমে সিবিএসই-র পরীক্ষার বহু সূচি দেখা যাচ্ছে। ওগুলো ভুয়ো। শীঘ্রই দশম ও দ্বাদশের পরীক্ষার দিন ঘোষণা করা হবে। ঘোষণা না হওয়া পর্যন্ত ছাত্রছাত্রী ও অভিভাবকদের অপেক্ষা করা উচিত।" বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ শুধু cbse.gov.in-এই ওয়েবসাইটেই পাওয়া যাবে। এমনই জানিয়েছে দিল্লি বোর্ডের সেই কর্তা।
দশম ও দ্বাদশের প্র্যাকটিকাল পরীক্ষার দিন আগেই ঘোষণা করে সিবিএসই। ১ জানুয়ারি থেকে সেই পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। কোন বিষয়ের পরীক্ষা কবে, তা এখনও ঘোষণা করা হয়নি।