পাঁচ পড়ুয়ার বাকি চারজন নবম শ্রেণির, একজন নাবালিকার সহপাঠী। পাঁচ জনের বিরুদ্ধেই সপ্তম শ্রেণির কিশোরীকে ধর্ষণের অভিযোগ চণ্ডীগড়ে।
হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, গত ৮ মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। নিগৃহীতার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। ধর্ষণের পর মুখে কুলুপ আঁটার জন্যেও কিশোরীর ওপর চাপ সৃষ্টি করে অভিযুক্ত পাঁচ স্কুল পড়ুয়া।
অভিযুক্ত পাঁচজনকেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় এবং পকসো আইনের একাধিক ধারায় আটক করা হয়েছে।