ইতিহাসে প্রথম রাজধানী দিল্লির আকাশে ফ্লাইপাস্ট করল ৭৫ যুদ্ধবিমান। এই শক্তি প্রদর্শনকে স্মরণীয় করে রাখতে ক্যামেরা মজুত ছিল প্রত্যেক বিমানের ককপিটে। কুচকাওয়াজ (Republic Day Parade) চলাকালীন সেই রোমহর্ষক মুহূর্তের ভিডিও ক্যামেরা বন্দী করল দূরদর্শন। কুচকাওয়াজের প্রাঙ্গণে একটি বিরাট স্ক্রিনে ফুটে উঠল ফ্লাইপাস্টের ককপিটের ভিউ (Cockpit View)।
ভারতীয় বায়ুসেনার ফ্লাইট স্কোয়াড্রনে সম্প্রতি যোগ দিয়েছে রাফাল, মিগ ২৯কে, পি-৮১-এর মতো যুদ্ধবিমান। জানা গিয়েছে, এছাড়াও ফ্লাইপাস্টে ছিল সুখোই, জাগুয়ার, এমআই-১৭, সারাং, অ্যাপাচে ও ডাকোতা যুদ্ধবিমান।
আরও পড়ুন: দেখে নিন প্রজাতন্ত্র দিবসে রাইসিনা হিলে ড্রোনের মাধ্যমে লাইট শো
এবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন। ১৭টি জাগুয়ার বিমান ৭৫ নম্বরকে তুলে ধরে ফ্লাইপাস্টে। এই ফরমেশনের নাম দেওয়া হয়েছে 'অমৃত'। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেয় সামরিক সেনাবাহিনী, বায়ুসেনা বাহিনী ও নৌবাহিনী।