আবার দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ল ২৫০ টাকা। এই মূল্যবৃদ্ধির ফলে শুক্রবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Price Hike) দাম বেড়ে হল ২,২৫৩ টাকা।
আপাতত গৃহস্থের রান্নার (Domestic LPG) গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা নেই বলেই জানা গেছে। তবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ল। গত দু’মাসে এই নিয়ে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম(Commercial Gas Price Hike) প্রায় ৩৪৬ টাকা বাড়ল। গত ১ মার্চ বাণিজ্যিক গ্যাসের দাম ১০৫ টাকা বাড়ানো হয়। তারপর ২২ মার্চ দাম বাড়ানো হয় ৯ টাকা। এবার এক ধাক্কায় সেই দাম বাড়ল ২৫০ টাকা।
আরও পড়ুন- Income tax update: ১ এপ্রিল থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে আয়করে, জেনে নিন
গৃহস্থের হেঁশেলে আগেই আগুন লেগেছিল। গ্যাস সিলিন্ডার(Domestic Gas Cylinder Price) প্রতি দাম বাড়ে ৫০ টাকা। ফলে গ্যাস সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯৪৯ টাকা ৫০ পয়সা। কোনও কোনও জায়গায় তা ১০০০ টাকা ছাড়িয়েছে।
আগামী দিনে সিএনজি(CNG) এবং পাইপলাইন গ্যাসের মূল্য ১০ থেকে ১৫ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। ১ এপ্রিল থেকে টানা ছ’মাস এই নয়া দাম কার্যকর থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত এটাই দেশে গ্যাসের সর্বোচ্চ দাম।