শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের জন্য চতুর্থ দফার প্রার্থীতালিকা ঘোষণা করল কংগ্রেস। বারাণসী আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে লড়বেন অজয় রাই। তিনি উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি।
চতুর্থ দফার প্রার্থী তালিকায় আসাম, আন্দামান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মনিপুর, মিজোরাম, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গের মোট ৪৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের কেচবিহার আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রিয়া রায়চৌধুরী।
এই দফার ঘোষণা হওয়া গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে আছে দিগ্বিজয় সিং, কার্তি চিদম্বরম, দানিশ আলির নাম। মধ্যপ্রদেশের রায়গড় থেকে লড়বেন দিগ্বিজয়, তামিলনাড়ুর শিবগঙ্গা থেকে প্রার্থী হয়েছেন কার্তি চিদাম্বরম, উত্তরপ্রদেশের আমরোহা থেকে লড়বেন দানিশ আলি।