২০২৪ লোকসভা নির্বাচনে (2024 General Election) পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই লড়তে হবে কংগ্রেসকে (Congress)। পাঞ্জাবে কংগ্রেসকে গাঁটছড়া বাঁধতে হবে আম আদমি পার্টির (AAP) সঙ্গে। বিভিন্ন রাজ্যে সংগঠনের যা হাল, তাতে আপস করতেই হবে কংগ্রেসকে। এমনটাই জানালেন কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)।
বুধবার রাতে গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) বাড়ি বৈঠকে বসেন কংগ্রেসের 'বিক্ষুব্ধ' নেতারা। বৈঠকের পর তাঁরা বিবৃতি দিয়ে হাইকম্যান্ড সংস্কৃতি ছেড়ে বেরিয়ে আসার দাবি তোলেন। জানান, দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিশ্বাসযোগ্য বিকল্প পথ বের করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের বৈঠকে বসেন বিক্ষুব্ধ নেতারা। কংগ্রেসের অন্যতম বিক্ষুব্ধ নেতা ভূপেন্দ্র সিং হুডাকে (Bhupinder Singh Hooda) জি-২৩ থেকে বের করে আনার চেষ্টা শুরু করেছে কংগ্রেস হাইকম্যান্ড। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে বৃহস্পতিবারই দীর্ঘদিন বৈঠক হয় হুডার। সেই বৈঠক সেরেই গুলাম নবি আজাদের বাড়ি ফের বৈঠকে বসেন তিনি।
আরও পড়ুন: হরভজন সিংকে রাজ্যসভায় পাঠাবে আম আদমি পার্টি? জল্পনা পাঞ্জাবে
জি-২৩ এর সদস্য না হলেও বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের সুরেই যুক্তি দিয়েছেন চিদম্বরম। গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন তিনি। সেখানে শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সঙ্গ প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসে ভরাডুবির পর 'বিক্ষুব্ধ' নেতাদের দাবি সমর্থন করছেন চিদম্বরম। তাঁর মতে, ২০২৪ নির্বাচনে লড়ার আগে সংগঠন শক্তিশালী করতে হবে কংগ্রেসকে। এত কম সময়ে যা সম্ভব নয়। গুলাম নবি আজাদ, কপিল সিব্বলরা সেই সাংগঠনিক দুর্বলতার কথাই বলতে চেয়েছেন। জানালেন পি চিদম্বরম।