Mamata Banerjee : শুরু রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপরতা, মমতার ফোন স্ট্যালিন-কেসিআরকে, সন্দেহ কংগ্রেসের

Updated : Feb 15, 2022 09:20
|
Editorji News Desk

আগামী বছর লোকসভা ভোটের আগে, জুলাইয়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন (President election)। যা নিয়ে কার্যত এখন থেকেই তৎপরতা শুরু বিরোধী শিবিরের। অ-বিজেপি দলগুলিকে এক ছাতারতলার আনার ব্য়াপারে উদ্যোগী হলেন সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তামিলনাড়ুর (Tamil nadu) মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম কে স্ট্যালিন (M K Stalin) এবং তেলঙ্গনার (Telangana) মুখ্যমন্ত্রী ও টিআরএস নেতা কে চন্দ্রশেখর (K Chandrashekar Rao) রাওয়ের সঙ্গে এই ব্য়াপারে একদফায় টেলিফোন করেছেন মমতা। 

এই ইস্যুতে তৃণমূল নেত্রী স্পষ্ট করেছেন, তিনি বিরোধী জোটে কংগ্রেসের বদলে আঞ্চলিক দলগুলিরই আধিপত্য চাইছেন। তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল নিজের মতো চলবে। কংগ্রেস তার নিজের মতো চলবে।’’ দু’একটি আঞ্চলিক দল সরকার গড়তে কংগ্রেসের সঙ্গে জোট করতে বাধ্য হলেও, কংগ্রেসের সঙ্গে কোনও আঞ্চলিক দলেরই সম্পর্ক ভাল নয় বলেও দাবি করেছেন মমতা।

উল্টো দিকে কংগ্রেসও মমতা ও চন্দ্রশেখর রাওয়ের ভূমিকাকে খুব ভালভাবে দেখছে না। কারণ, গোয়ায় তৃণমূলের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব সনিয়া গান্ধির দল। একইসঙ্গে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে 'গিরগিটি' বলেই মনে করছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, বাইরে যা বলুক না কেন, সংসদের ভিতরে সবসময় বিজেপির দিকেই ঝুলে থাকে টিআরএস। তাই, পরবর্তী সময়ে চন্দ্রশেখর রাও ভোল বদলাবেন কীনা, তার কোনও গ্য়ারান্টি নেই বলেই অভিযোগ কংগ্রেসের। 

মমতা সক্রিয় হয়ে স্ট্যালিন, রাওকে ফোন করার পরে চন্দ্রশেখর জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন। কংগ্রেস শিবির মনে করছে, মমতা আসলে আঞ্চলিক দলগুলির সঙ্গে কথা বলে নিজেদের পছন্দ মতো প্রার্থী ঠিক করে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। বার্তা দেবেন, বিরোধী জোটের নেতৃত্ব কংগ্রেস দেবে না। আঞ্চলিক দলগুলির হাতে রাশ থাকবে। 

Mamata BanerjeeK Chandrashekar RaoM K StalinTMC

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন