আসন্ন লোকসভা ভোটে বাংলায় একলা চলবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাহুল গান্ধী কোচবিহার আসার আগেই বুধবার ফের এই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বার্তার পরেই কংগ্রেস শিবির থেকে সাফ জানানো হল, বাংলায় মমতাই আস্থা। তাই লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট করেই কংগ্রেস বৈতরণী পার করবে। মঙ্গলবার রাহুল গান্ধীর পর বুধবার ফের একথা স্পষ্ট করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে জোট নিয়ে পর পর দুদিন কড়া বার্তা দিয়ে কংগ্রেসকে নিজেদের পালে টানার কৌশলে সফল তৃণমূল। প্রথম দিনে রাহুল গান্ধীর পর এবার জয়রাম রমেশের কথাতেই স্পষ্ট, বাংলায় আসন সমঝোতায় তাঁদের অগ্রাধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেই কারণে এদিন জয়রাম রমেশ জানিয়েছেন, মমতা ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই ইন্ডিয়া জোট তৈরি সম্ভব ছিল না। এই লড়াইয়ে মমতাই তাঁদের মুখ।
আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ফের একলা চলার ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজ্যে আসছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার আগে মমতার বার্তা, বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এদিন বর্ধমান যাওয়ার আগে তিনি জানান, তৃণমূল জোট প্রস্তাব দিয়েছিল। প্রথম দিনে তা প্রত্যাখান করেছে কংগ্রেস।
এমনকী ইন্ডিয়া জোটের শরিক হয়েও রাহুল গান্ধীর বাংলা সফর নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেই দাবি করলেন তৃণমূল নেত্রী। হাওড়ায় মমতা জানিয়েছেন, রাজ্যে রাহুল গান্ধী আসছেন, তা তাঁকে জানানো হয়নি। প্রায় সব বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে অন্ধকারে রাখার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী।