ভাল-বাসা। এবার মায়ের বাড়ি ছেড়ে দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সবকিছু থাকলে তাঁর নতুন ঠিকানা হতে চলেছে, দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন ইস্টের বি-টু অঞ্চল। সেখানে একটি ফ্ল্যাটে থাকবে গান্ধীদের বংশের এই ছেলে। এক সময়ে এই ফ্ল্যাটেই থাকতেন তাঁদেরই পরিবারের ঘনিষ্ঠ এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। ২০১৯ সালে শীলার প্রয়াণের খালিই পড়ে রয়েছে তিন কামরার এই ফ্ল্যাট।
এই বছরের ২৩ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে অপরাধ মূলক মানহানি-মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে গুজরাতের এক আদালত। যার জেরে সাংসদ পদ যায় কংগ্রেস নেতার। সুরাতের নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা আদালতে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি। শাস্তি কমেনি, সাংসদ পদও ফেরেনি। ফলে রাহুলকে বাংলো খালি করতে হয়েছিল এপ্রিলে।