বুধবার সংসদে অনাস্থা প্রস্তাব বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজের বক্তব্য শুরু করলেন কবি রুমিকে (Poet Rumi) উদ্ধৃত করে। ত্রয়োদশ শতাব্দীর এই কবিকে উদ্ধৃত করে রাহুল তাঁর বক্তব্য শুরু করেন এই বলে-'যে কথা হৃদয় থেকে আসে, তা সরাসরি হৃদয়কেই স্পর্শ করে'।
ত্রয়োদশ শতাব্দীর ফার্সি ভাষার এই কবির পুরো নাম জালালউদ্দিন মহম্মদ রুমি (Poet Rumi)। ১২০৭ খ্রীষ্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি। হাজার বছর আগে জন্মালেও তাঁর কবিতা (Rumi poetry) এবং কাব্য-প্রভাব আধুনিক সময়েও একইরকম প্রাসঙ্গিক।
আরও পড়ুন: 'মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছে বিজেপি', অনাস্থা বিতর্কে তোপ রাহুল গান্ধীর
বিশ্বের বিভিন্ন দেশে এখনও তাঁর কাজ প্রভূত পরিমাণে বিক্রি হয়। মুগ্ধ করে আপামর বিশ্বের সমস্ত কাব্যপ্রেমীদের। রাহুল গান্ধীর (Rahul Gandhi speech) বক্তব্যের শুরুতেই তাঁর কবিতার উল্লেখ তাই বিশেষভাবে নজর কেড়েছে কবিতাভক্তদের মনও।