গতবছরই এক দফা ভারত জোড়ো যাত্রা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এরপর লোকসভা ভোটের আগে ফের ওই কর্মসূচি শুরু করতে চলেছেন তিনি। এবার ৫ দিন ধরে এরাজ্যের ৭ জেলার উপর দিয়ে ভারত জোড়ো যাত্রা করবেন। এদিকে ওই যাত্রায় INDIA জোটের শরীক দলগুলি কি যোগ দেবে? উঠছে প্রশ্ন।
রাজনৈতিক মহলের ধারণা এরাজ্যে ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়ার জন্য বাম ও তৃণমূলকে আহ্বাণ করতে পারে কংগ্রেস। তবে এখনও ওই কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে ওই দুই দলের তরফে কিছুই জানানো হয়নি।
আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ওই যাত্রা। পশ্চিমবঙ্গ সহ মোট ১৫টি রাজ্যের উপর দিয়ে যাবে যাত্রা। ৬৭০০ কিলোমিটার পথের ওই কর্মসূচি শেষ হবে মহারাষ্ট্রের মুম্বইয়ে।