বিবিসি'র দিল্লি ও মুম্বইয়ের অফিসে আয়কর দফতরের আধিকারিকরা (BBC IT raid) হানা দেওয়ার পরেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগল বিরোধী দল কংগ্রেস। প্রবীণ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh) এই আয়কর হানাকে আদানি-হিন্ডেনবার্গ চক্রান্তের সঙ্গে এক সারিতে বসিয়েছেন। তিনি বলেন, "একদিকে আমরা আদানির ব্যাপারে যুগ্ম সংসদীয় কমিটি গঠনের কথা বলছি। অন্যদিকে, বিবিসি'কে হেনস্তা করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার"।
আরও পড়ুন: বিবিসি'র কার্যালয়ে আয়কর দফতর, টুইট করে কেন্দ্রকে বিধঁলেন মহুয়া মৈত্র, টুইটে তোপ কংগ্রেসেরও
তিনি আরও লেখেন, "বিনাশকালে, বিপরীত বুদ্ধি"।
উল্লেখ্য, 'ইন্ডিয়া: দ্য মোদী কেয়েশ্চেন' তথ্যচিত্র (BBC documentary) নিষিদ্ধ করার পরেও সরব হয়েছিল বিরোধীরা।
সরকারকে একহাত নিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও। তিনি লেখেন, 'বিবিসি'র দফতরে আয়কর হানার খবর পাচ্ছি! দারুণ! কী অপ্রত্যশিত ব্যাপার!'